ভোটার তালিকা হালনাগাদে ইসিকে ইউএনডিপি’র সরঞ্জাম প্রদান
- By Jamini Roy --
- 19 January, 2025
ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমকে সফল করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনকে (ইসি) সরঞ্জামাদি সরবরাহ করেছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ইউএনডিপি ইসিকে প্রাথমিক পর্যায়ে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি ডকুমেন্ট স্ক্যানার এবং ৪,৩০০টি ব্যাগ প্রদান করেছে। এই সরঞ্জামাদি হস্তান্তর করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লীলার। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সরঞ্জামাদি গ্রহণ করেন।
স্টেফান লীলার অনুষ্ঠানে বলেন, "ইউএনডিপি রাজনৈতিক দল এবং সব অংশীজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে কীভাবে আরও সহযোগিতা করা যায়, তা আমরা বিবেচনা করছি।"
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, "নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না। আমরা সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগোচ্ছি। এবারের ভোটার তালিকা হবে সম্পূর্ণ বিতর্কমুক্ত।"
তিনি আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে প্রায় ৬৫ হাজার কর্মী নিয়োজিত থাকবে।
ভোটার তালিকা হালনাগাদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে সোমবার (২০ জানুয়ারি)। সেদিন সাভারে কেন্দ্রীয় কর্মসূচি আয়োজনের মাধ্যমে এই কাজের সূচনা করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই কার্যক্রম চলাকালীন দেশের বিভিন্ন অঞ্চলে ভোটার তথ্য হালনাগাদ করা হবে। নতুন ভোটারদের তালিকাভুক্তি, তথ্য সংশোধন এবং প্রয়োজনে ভোটারদের ছবি তোলা হবে। ইসি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সারা দেশের ভোটার তালিকা সম্পূর্ণ হালনাগাদ করা সম্ভব হবে।
ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছে। নির্বাচনী ব্যবস্থাকে আরও কার্যকর করতে তাদের সহায়তা নির্বাচনের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে ইসি একটি আধুনিক এবং সমসাময়িক ভোটার তালিকা তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল।